স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশের বাঁধার মুখে হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। হরহালে সংহতি ছিল বিএনপির। গতকাল ভোর থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন বাম জোটের নেতাকর্মীরা। পরে তারা হরতালের সমর্থনে শহরের বাস টার্মিনাল, টাউনহল রোডসহ বিভিন্ন পয়েন্টে মিছিল করেন। বাম নেতা কমরেড পিযুষ চক্রবর্তী, অ্যাডভোকেট জুনেদ আহমেদের নেতৃত্বে একটি মিছিল সবুজবাগ এলাকায় পৌঁছলে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ বাঁধা দেয়। এ সময় হরতালকারীদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরে শহরের টাউনহল রোডে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন কমরেড পিযুষ চক্রবর্তী, অ্যাডভোকেট জুনেদ আহমেদ, হুমায়ুন আহমেদ প্রমুখ। হরতালে বাসসহ অন্যান্য যানবাহনে যাত্রীর সংখ্যা কম ছিল। শায়েস্তাগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com