স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘মুজিববর্ষ ২০২০ ঃ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মর্জিনা আক্তার, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও শিক্ষকবৃন্দ।
সেমিনারে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পূরণে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তাদের কাজ করতে আহবান জানানো হয়। জেলার তথ্য বাতায়ন হালনাগাদ, দাপ্তরিক কার্যক্রম ই নথির মাধ্যমে সম্পন্ন এবং নাগরিক সেবা সহজিকরণের বিষয়ে আলোকপাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ এ লক্ষ্য, হবিগঞ্জ জেলা হবে ডিজিটালি সমৃদ্ধ জেলা, পূরণ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com