নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পূর্ব ভাকৈর ইউনিয়নের ছোটভাকৈর গ্রামের মৃত আবাছ মিয়ার ছেলে অনু মিয়া ও তাজুদ মিয়া। গ্রেফতারকৃতদের রবিবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সূত্র জানায়, ছোটভাকৈর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে এলেমান মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার ভোর ৫টার সময় একই গ্রামের প্রতিবেশী মৃত আবাছ মিয়ার ছেলে অনু মিয়া ও তাজুদ মিয়া সহ আরো অনেকে পূর্ব পরিকল্পিতভাবে এলেমান মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরের দেয়াল, দরজা, জানালা সহ আসবাবপত্র ভাংচুর করে। বাড়িতে থাকা নতুন ঘর তৈরির জন্য ক্রয় করা সিমেন্ট, রড, টিন, ইট, আসবাব তৈরির কাঠ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় এলেমান মিয়া বাদী হয়ে গত শুক্রবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে নবীগঞ্জ থানার এসআই শামছুল ইসলাম একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অনু মিয়া ও তাজুদ মিয়াকে গত শনিবার গ্রেফতার করেন। রবিবার তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com