স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হককে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন তরফদারকে বরণ করা হয়েছে। গতকাল থানা প্রাঙ্গণে থানার সকল অফিসার ও ফোর্সদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ (বানিয়াচং সার্কেল) শৈলেন্দ্র চাকমার সভাপতিত্বে অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামান আলী, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকগণ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন্দ্র চাকমা বলেন- সরকারি চাকুরীর কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে এটা স্বাভাবিক। তবে যারা ভাল কাজ করে যান তাদের আজীবন স্মরণ করবে মানুষ। অফিসার ইনচার্জ নামজুল হক তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তিনি নবাগত ওসি মোশারফ হোসেন তরফদারকে স্বাগত জানিয়ে বলেন- এ উপজেলায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকলের সহযোগিতা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। সভায় বক্তারা বলেন- ওসি নাজমুল হক মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও গ্রাম্য দাঙ্গা নিয়ন্ত্রণে তিনি ভূমিকা রেখেছেন। সর্বোপরি তার দায়িত্ব পালনকালে উপজেলার মানুষ শান্তিতে থাকতে পেরেছেন। সভায় বক্তারা তার মঙ্গল কামনা করে নতুন কর্মস্থলে সাফল্যের সাথে দায়িত্ব পালন কামনা করেন। সভা শেষে বিদায়ী ওসি শেখ নাজমুল হককে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত ওসি মোশারফ হোসেন তরফদারকে ফুলের তোড়া বরণ করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।