স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নকল সোনা কারবারি চক্রের গডফাদার সিরাজ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার উদ্দেশ্যে রাখা বেশ কিছু নকল সোনা উদ্ধার করা হয়েছে। সে অন্তপুর এলাকার বেলু মিয়ার পুত্র। গত শনিবার বিকালে সদর থানার এসআই জুয়েল সরকারের নেতৃত্বে একদল পুলিশ শহরের পুরাতন বাসস্টান্ড এলাকা থেকে সিরাজকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার অন্যতম সহযোগী আব্দুল করিমসহ অন্যান্যরা পালিয়ে যায়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চুরি/ছিনতাই নকল সোনা বিক্রিসহ নানা অপরাধের একাধিক মামলা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com