নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার পশ্চিম হাতুন্ডা এলাকায় বখাটেপনার বিরুদ্ধে প্রতিবাদ করায় বিশিষ্ট মুরুব্বী ছুরুক আলী মীর ও হবিগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী এবং চুনারুঘাট সাংবাদিক সমিতির নির্বাহী সসদস্য অ্যাডভোকেট মীর সিরাজের বাড়িতে কতিপয় মাদকসেবী লোকজন রাতে ব্যাপক হামলা ভাংচুর লুটপাট করে তান্ডব চালিয়েছে। এতে আইনজীবীসহ তার পরিবারের লোকজন আহত হন। আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৭টায়। আহত অ্যাডভোকেট মীর সিরাজ জানান, প্রতিদিন তাদের বাড়ির আশপাশে কিছু বখাটে মাদক সেবন করে প্রায়ই মাতলামি করে আসছে। ঘটনার সময় রাব্বি নামে এক বখাটে ও তার সহযোগীরা বাড়ির সামনে শিশ দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় অ্যাডভোকেট মীর সিরাজ এর প্রতিবাদ করলে তার উপর হামলা করে বখাটেরা। তার শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে তিনি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে বখাটের স্বজনরা অ্যাডভোকেট মীর সিরাজের বাড়িতে গিয়ে ফের হামলা ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এদিকে হামলার খবর অ্যাডভোকেট মীর সিরাজের আত্মীয় স্বজন ও শুভাকাক্সিক্ষদের মাঝে ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দেয় এবং হামলাকারীদের বিচারের দাবিতে ভিড় জমায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ওসি তদন্ত চম্পক দামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত সন্দেহ একজনকে আটক করা হয়। ওসি জানান বিষয়টি আমরা দেখছি। অপরাধী যেই হউক না কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে। পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন বাড়িতে গিয়ে হামলা খুবই নিন্দনীয়। অপরাধী যেই হউক শাস্তি পেতেই হবে।
ওসি বললেন- অপরাধী যেই হউক আইনগত ব্যবস্থা নেয়া হবে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com