৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী নেতা শফিকুল ইসলাম শফিক (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল সকালে কুয়েতের স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ১৯৯০ সালে বৃন্দাবন সরকারি কলেজ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে খালেদ-শফিক-মনিরুল পরিষদ থেকে কলেজ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের মৃত এলাহী বক্সের পুত্র। তার পরিবার বর্তমানে হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকায় বসবাস করেন। মৃত্যুকালে শফিক ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মরদেহ আগামী ৩/৪ দিনের মধ্যে কুয়েত থেকে বাংলাদেশে পৌছবে বলে জানান তার পরিবার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। তার বিদেহী আত্মা ও পরিবার পরিজনের প্রতি শোক জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি