বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত কুমারের নেতৃত্বে শুটকী নদীর তীর থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী উজ্জ্বল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানা ও মামলার বিবরণে জানা যায়, গত ৩ আগস্ট বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের এক কিশোরীকে আটক উজ্জ্বল মিয়াসহ তিনজন মিলে ধর্ষণ করে। অন্য দুই ধর্ষক মুহিত মিয়া ও রাধিক মিয়া প্রভাবশালী হওয়ায় বড়ইউড়ি গ্রামের কতিপয় মাতবর মিলে ধর্ষিতার বাবা-মায়ের অনুপস্থিতিতে চাচাকে বাদী করে পরদিন শুধু উজ্জ্বল মিয়াকে আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের করান।
পরবর্তীতে ধর্ষিতা কিশোরীর বাবা গত ১৯ আগস্ট হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন।
ধর্ষিতা কিশোরীর বাবা এ প্রতিবেদকের নিকট কান্নাজড়িত কন্ঠে জানান আমি খুবই অসহায় এক বাবা। আমি আমার পরিবার নিয়ে জীবিকার তাগিদে চট্টগ্রামে গার্মেন্টস কারখানায় দিনমুজুরি করি। ধর্ষক ও আমার গ্রামের কতিপয় লোক আমার মান-ইজ্জত নিয়ে খেলা করছে। মামলার এতদিন পর একজন আসামী ধরেছে পুলিশ। প্রভাবশালী আসামীদেরকে ধরা হচ্ছে না।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত আসামী উজ্জ্বলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com