স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুনারুঘাট উপজেলার দরিদ্র ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের। আর্থিক অনটনে ওই ছাত্রীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয়ার খবর জানতে পেরে তিনি তাকে ১০ হাজার টাকা প্রদান করেছেন।
শুক্রবার সন্ধ্যায় অ্যাডভোকেট আবুল খায়েরের বাসভবনে ছাত্রীর শিক্ষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল উপস্থিত হলে তাঁর হাতে তিনি ১০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আবুল খায়ের দরিদ্র এই ছাত্রীর সন্ধান দেয়ার জন্য অধ্যাপক ড. জহিরুল হক শাকিল ও শাহ ফখরুজ্জামানকে ধন্যবাদ জানান। পাশাপাশি ওই ছাত্রীর শিক্ষা জীবন সমাপ্ত করার জন্য ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়াও মেয়েটি যাতে ভাল কর্মসংস্থানের সুযোগ পায় তার জন্য সহযোগিতার আশ্বাস দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com