নুরুল হেরা মসজিদে জুমার খুৎবায় আল্লামা তাফাজ্জুল হক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা তাফাজ্জুল হক বলেছেন- বিক্রেতা বা মজুদদারদের মাঝে আল্লাহভীতি নাই। তাই তারা মালামাল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে। একই সাথে ক্রেতা বা ভোক্তাদের মাঝেও আল্লাহভীতি নাই, ফলে তারাও প্রয়োজনের চেয়ে অধিক খাদ্য সামগ্রী ক্রয় করে বাসাবাড়িতে রাখছে। এই দুই শ্রেণীর মানুষের মাঝে আল্লাহভীতি না থাকায় দ্রব্যমূল্য বাড়ছে। তিনি বলেন, হঠাৎ করে প্রচার হল, লবনের দাম বৃদ্ধি পাবে, ক্রেতারা হুমড়ি খেয়ে লবন মজুদ করতে লাগলেন। ফলে চাহিদার তুলনায় বেশি লবন থাকার পরও বাজারে লবনের দাম বেড়েছে। পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে ব্যবসায়ীরা। অবৈধ মজুদের ফলে পেঁয়াজের দাম বেড়েছে। তিনি বিভিন্ন মনীষীদের উদাহরণ দিয়ে বলেন, স্বাভাবিক দামের চেয়ে বেশি দামে খাদ্য সামগ্রী বিক্রি হলে আল্লাহওয়ালারা সে খাবার গ্রহণ কমিয়ে দিতেন। একান্ত প্রয়োজন না হলে খেতেনই না। খাবার বিক্রেতা ও খাবার গ্রহীতার মাঝে আল্লাহভীতি থাকলে খাদ্য সামগ্রীর দাম হঠাৎ করে অধিক বেড়ে যাওয়ার কথা নয়। আল্লাহর ভয় মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহর ভয় মানুষের মাঝে কমে গেছে, তাই অন্যায় বেড়ে গেছে। পবিত্র কোরআনে শত শত বার আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। নবী (সা.) সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে। কোনো সৃষ্টিকে ভয় করার কথা বলা হয়নি। বর্তমানে আমরা সৃষ্টিকে ভয় করছি, স্রষ্টাকে নয়। তিনি বলেন, নেককার বান্দাদের সাথে চলতে হবে, তাতে আলোর মুখ দেখবেন, অন্তত বিপথগামী হবেন না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত দুই জুমার নামাজের পূর্বে বয়ান দিয়ে আসছেন আল্লামা তাফাজ্জুল। এখনও হুইল চেয়ারে করে প্রতিদিন তেতৈয়া মহিলা মাদ্রাসা ও উমেদনগর টাইটেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লাশ করান বয়োজ্যেষ্ট এ আলেমে দ্বীন।