স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুত উন্নয়ন বোর্ড হবিগঞ্জের আওতাধীন সকল এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিউবো হবিগঞ্জ এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিউবো’র হবিগঞ্জ ৩৩/১১ কেভি উপকেন্দ্রে আইসোলেটর স্থাপনসহ মেরামত ও অন্যান্য কাজ এবং ১১ কেভি সমস্ত ফিডারের আশপাশের গাছের ডাল পালা কর্তন কাজ সম্পন্ন করার লক্ষ্যে বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো হবিগঞ্জের আওতাধীন সকল এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুত সরবরাহ বন্ধ থাকার কারণে বিদ্যুত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুত উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com