স্টাফ রিপোর্টার ॥ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ এর উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বিবেকানন্দ মেধাবৃত্তি-২০১৯ অনুষ্ঠিত হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে রাত ১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নি¤েœ বিবেকানন্দ মেধাবৃত্তি-২০১৯ এর ফলাফল তুলে ধরা হলো (মেধা ক্রমানুসারে)-
পঞ্চম শ্রেণি : সুপার ট্যালেন্টপুল : ৫০১২, ৫০৬৫ = ২ জন; ট্যালেন্টপুল : ৫২৫৬, ৫১৯২, ৫০৪৭ = ৩ জন; সাধারণ : ৫২১৯, ৫১৫৪, ৫২৬৯, ৫০৪৫, ৫০৩০, ৫০৬৩, ৫০৩৬, ৫০৭২, ৫০৮০, ৫০৪২, ৫১২২, ৫১২০, ৫১৭৩, ৫১০৯, ৫০৪৮, ৫২৮৫, ৫২৮০, ৫২৩৪, ৫০৩৯, ৫২৬১, ৫২৮১ = ২১ জন।
চতুর্থ শ্রেণি : সুপার ট্যালেন্টপুল : নাই; ট্যালেন্টপুল : ৪০০৩, ৪১০৬, ৪০৬৪ = ৩ জন; সাধারণ : ৪১১০, ৪১৪৫, ৪০৬২, ৪০৭১, ৪০৪১, ৪০১৩, ৪১১২, ৪১১৫, ৪০১৭ = ৯ জন।
তৃতীয় শ্রেণি : সুপার ট্যালেন্টপুল : নাই; ট্যালেন্টপুল : ৩০৮৯, ৩০১০, ৩০১১, ৩০৮৮, ৩০৭৬ = ৫ জন; সাধারণ : ৩০৬৫, ৩০৭১, ৩১৩১, ৩১৩০, ৩১৩৯, ৩০৮২, ৩০৮৫ = ৭ জন।
দ্বিতীয় শ্রেণি : সুপার ট্যালেন্টপুল : ২৩৭৭, ২০৯০, ২৩১২, ২৩৭৮ = ৪ জন; ট্যালেন্টপুল : ২৪১৬, ২৩২৬, ২০৫০, ২২০৭, ২২২৬, ২৩৮৩, ২১৪৯, ২২৫২, ২৩৭১, ২৪১৯, ২৩৪৭, ২০৮৮, ২১৩১, ২২৬৭, ২৩৫৯, ২৩৬২, ২০৩২, ২১৩৯ = ১৮ জন; সাধারণ : ২০৯৫, ২২৫৭, ২২৯৬, ২০২৫, ২৪২৭, ২৩৫৬, ২৪২৮, ২৪৮৫, ২৪৯২, ২৩৬৭, ২৩১৪, ২৩২৮, ২৩৭৬, ২৩১১, ২০২৬, ২২০০, ২১৭৩, ২৩০৮, ২৩৪০, ২৪২৯, ২২৯০, ২৩৬৬, ২২০৬ = ৪৫ জন।
বৃত্তির ফলাফলে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক সুধাংশু কুমার কর্মকার, হল সুপার প্রসূন আচার্য্য পল্লব ও আহবায়ক সৌমিত্র শেখর দাশ।