স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উত্তর পইল গ্রামে ডলি আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সন্ধ্যারাতে মেয়েটির পরিবারের সদস্যরা বাড়ির পাশে ধান ক্ষেতে প্রয়োজনীয় কাজ করার সময় প্রতিবেশী মাত্র ১২ বছর বয়সী কিশোর রাজু মিয়া ঘরে প্রবেশ করে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর চিৎকারে তার পরিবারের সদস্যরা ছুটে আসলে রাজু পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজু ওই গ্রামের আজিদ মিয়ার পুত্র। ধর্ষিতার পিতা কাজল মিয়া জানান, এ নিয়ে আপাতত মামলার কোন পরিকল্পনা নেই। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ধর্ষণের চেষ্টার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু উভয়েরই বয়স খুবই কম, তাই অভিভাবকরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছেন। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com