পূন্না শীল প্রজ্ঞা হবিগঞ্জ শহরের স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। মা-বাবার উৎসাহ অনুপ্রেরণায় প্রথম শ্রেণিতে লেখাপড়া করার সময় সে সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে পড়ে। সে একাধারে নৃত্য, গান, আবৃত্তি এবং ছবি আঁকার চর্চা চালিয়ে যেতে থাকে। মায়ের কাছ থেকে তার প্রথম গান শেখা। তার পর নিজেকে আরো শানিত করে নিতে সে ওস্তাদ গৌতম মহারতেœর কাছে গান, গৌতম আচার্য্য’র কাছে নৃত্য এবং অসীম বণিকের কাছে ছবি আঁকার প্রশিক্ষণ নেয়া শুরু করে। এ পর্যন্ত সে প্রায় ৩০টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০টির মতো পুরস্কার লাভ করে। তার সবচেয়ে বড় অর্জন সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বসন্ত বরণ উৎসবে ২ বার বিটিভিতে পারফর্ম করে সকলের প্রশংসা কুড়ায়। তার অবসর সময় কাটে খেলাধুলা আর ছবি আঁকাআকির মাধ্যমে। তার প্রিয় খাবার বিরিয়ানী, প্রিয় ফল আম, প্রিয় ফুল গোলাপ আর প্রিয় রং গোলাপী। আনন্দ উৎসবে সে গর্জিয়াস পোশাক পড়তে ভালবাসে। তার পিতা পংকজ কান্তি শর্মা ঔষধ কোম্পানীর ডিস্ট্রিক্ট ম্যানেজার আর মা ঝর্ণা বিশ^াস প্রাইমারী স্কুলের শিক্ষিকা। অসহায় মানুষের দুঃখ দুর্দশা প্রজ্ঞার কচি মনে কষ্ট দেয়। সে তাদের সেবা করতে চায়। এজন্য সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। প্রজ্ঞার সে স্বপ্ন সফল ও সার্থক হোক হবিগঞ্জের মুখ পরিবারের পক্ষ থেকে এ শুভ কামনা রইল।
– মঈন উদ্দিন আহমেদ