মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের টেন্ডার দুর্নীতি তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদক হবিগঞ্জ এর সহকারি পরিচালক এরশাদ মিয়ার নেতৃত্বে দুদকের ৫ সদস্যের একটি টিম মেডিকেল কলেজে তদন্ত করে। সাম্প্রতিককালে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে দুর্নীতি হয়েছে মর্মে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ প্রেক্ষিতে দুদকে উধ্বর্তন কর্তৃপক্ষ মেডিকেল কলেজে তদন্তের নির্দেশ প্রদান করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সকালে মেডিকেল কলেজে তদন্তে নামে দুদক। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারি উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া জানান, গণমাধ্যমে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের ১৫ কোটি টাকা টেন্ডার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদগুলো আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করে। এছাড়াও দুদকে ১০৬ নাম্বারে হবিগঞ্জ থেকে অভিযোগ করা হয়। উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা মেডিকেল কলেজে তদন্ত করতে আসি। তদন্তকালে মেডিকেলের অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ান কলেজে ছিলেন না। এছাড়াও কিছুদিন পূর্বে দুদক হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়ে ২০জন ডাক্তারের মধ্যে ৫জন ডাক্তারের হাজিরা পায়। তবে ওই ৫ ডাক্তার হাসপাতালে কর্মস্থলে ছিলেন না।
সূত্র জানায়, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য বইপত্র, সাময়িকী, যন্ত্রপাতিসহ অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের জন্য ২০১৮ সালে দরপত্র আহবান করা হয়। এ লক্ষ্যে কলেজের অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ান স্বাক্ষরিত আদেশে ফিজিওলজি বিভাগের প্রভাষক ডাঃ মোঃ শাহীন ভূইয়াকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট বাজার দর যাচাই বাছাই কমিটি গঠন করা হয়। দরপত্রে অংশ নেয় ৭টি প্রতিষ্ঠান। কিন্তু মূল্যায়ন রিপোর্টে সদস্যদের স্বাক্ষর ছাড়াই ঢাকার শ্যামলী এলাকার বিশ্বাস কুঞ্জছোঁয়া ভবনের ‘নির্ঝরা এন্টারপ্রাইজ’ ও মতিঝিলের মঞ্জুরি ভবনের পুনম ট্রেড ইন্টারন্যাশনাল নামে দুটি প্রতিষ্ঠানকে মালামাল সরবরাহের দায়িত্ব দেয়া হয়।
সূত্র জানায়, বরাদ্দ ছিল ১৫ কোটি ৫০ লাখ টাকা। ভ্যাট ও আয়কর খাতে সরকারি কোষাগারে জমা হয় ১ কোটি ৬১ লাখ টাকা ৯৭ হাজার ৭৪৮ টাকা। মালামাল ক্রয় বাবত ব্যয় দেখানো হয় ১৩ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ১০৯ টাকা। কিন্তু বাস্তবে ওই মালামালের মূল্য ৫ কোটি টাকার বেশি নয়, এমনটাই বলছে দরপত্র প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র। বাকি টাকার পুরোটাই ভাগ-বাটোয়ারা হয়েছে বলে অভিযোগ উঠে।