স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেলে আতুকুড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে ডিজে ফুটবল একাদশকে ০-১ গোলে হারিয়ে ইয়ং ব্রাদার্স ফুটবল একাদশ জয়লাভ করে। খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন পলাশ আখনজী। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন হবিগঞ্জ ক্রীড়া সংস্থার রেফারী শেখ জিতু মিয়া। সহকারি রেফারী ছিলেন সুজন ও টিটু। খেলা শেষে ইউপি সদস্য জালাল মিয়া আখনজীর সভাপতিত্বে এবং মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবিদপুর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন আতুকুড়া খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শেখ আব্দুল্লাহ মিয়া, সমাজ সেবক এসএম লুৎফুর রহমান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল হেকিম, বিশিষ্ট ব্যবসায়ী কাজল মিয়া আখনজী, নজরুল ইসলাম, নুর মিয়া, শাহাব উদ্দিন আখনজী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, ইউপি সদস্য সুদাম দাস, ফরিদুল হক আখনজী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, সুলতান আখনজী প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ১৪ ইঞ্চি টেলিভিশন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেন। উল্লেখ্য, ইউপি সদস্য জালাল মিয়া আখনজীর সৌজন্যে পুরস্কারগুলো দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com