স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মকা গ্রামের আকবর হোসেন হত্যা মামলায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)। গত ১ নভেম্বর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মকা গ্রামের ফুল মিয়ার পুত্র সেবুল মিয়া ও আব্দুল আজিজের পুত্র সাইদ মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর মৃনাল দেবনাথ জানান, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মকা গ্রামের আকবর হোসেন হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে সেবুলকে মাধবপুর উপজেলার মনতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মকা গ্রাম থেকে সাইদ মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। ৫ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বানিয়াচং উপজেলার মকা গ্রামের আকবর হোসেন ২০১৮ সনের ৬ ডিসেম্বর বাড়ি থেকে গ্রামের পাশর্^বর্তী বিলে পাহারা দিতে যান। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরদিন সকালে বিলে তার লাশ পাওয়া যায়। এ খুনের মামলায় আকিকুর রহমান চৌধুরী ও আলমগীর চৌধুরী নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা জামিনে মুক্ত রয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com