স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সম্মেলনকে কেন্দ্র করে সমগ্র জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রতিদিনই বিভিন্ন উপজেলায় সম্মেলন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে সম্মেলনের ভেন্যু পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় মঞ্চ তৈরি স্থান এবং প্যাভিলিয়নের স্থান নির্ধারণ করেন। জেলা আওয়ামীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির জানান, সম্মেলন যাতে ঝাকজমক হয় তার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এবার প্রথমবারের ন্যায় নৌকা মঞ্চ বানানোর পরিকল্পনা রয়েছে আমাদের।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com