মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে প্র¯্রাব করার অপরাধে আছকির মিয়া (২৮) নামে এক চা বিক্রেতাকে ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক মন্ডল এ জরিমানার আদেশ দেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গতকাল দুপুরে চা বিক্রেতা আছকির মিয়া হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করছিল। এ দৃশ্যটি জেলা প্রশাসনের এক কর্মকর্তা দেখে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক মন্ডলকে অবগত করেন। তাৎক্ষনিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে আছকির মিয়াকে ২শ’ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এভাবে প্রস্রাব না করার নির্দেশ দেন। আছকির মিয়া হবিগঞ্জ সদর উপজেলা এড়ালিয়া গ্রামের বাসিন্দা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com