এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। গতকাল মঙ্গলবার শহরের নিউ মুসলিম কোয়ার্টার, সিনেমা হল এলাকা ও স্টাফ কোয়ার্টার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ চলাকালে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়াও মাছুলিয়া এলাকায় অবৈধ দখলকৃত একটি খাল উদ্ধার করা হয়েছে। প্রায় ৪০টি পরিবার ওই খালটিতে মাটি ভরাট করে দখল করেছিল। ওই খাল উদ্ধার করে পানি নিস্কাশনের গতিপথ করে দেয় প্রশাসন। এর ফলে এলাকার পানি নিস্কাশন এখন সহজ হবে। গতকাল হবিগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং সহকারি কমিশনার শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সিনেমা হল, নিউমুসলিম কোয়ার্টারে ৫/৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে সহকারি কমিশনার শামসুদ্দিন মোঃ রেজা জানান, শহরের নিউ মুসলিম কোয়ার্টার, সিনেমা হল এলাকা ও স্টাফ কোয়ার্টার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মাছুলিয়া এলাকায় অবৈধ দখলকৃত একটি খাল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন- উদ্ধারকৃত খালটি দিয়ে ওই এলাকার পানি নিস্কাশন হতো। কিন্তু প্রায় ৪০টি পরিবার খালটি অবৈধভাবে দখল করে মাটি ভরাট করে ফেলে, যার ফলে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। গতকাল ওই খালটি উদ্ধার করে খনন করে দেয়া হয়েছে। এর ফলে এলাকার মানুষের পানি নিস্কাশনের পথ সুগম হলো। তিনি বলেন- প্রশাসনের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। প্রতিদিনই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
মাছুলিয়ায় প্রায় ৪০টি পরিবারের দখল করে রাখা খালটি উদ্ধার করে পানি নিস্কাশনের পথ সহজ করা হয়েছে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com