মোঃ আলাউদ্দিন আল রনি ॥ হবিগঞ্জের মাধবপুরে দুই মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ দন্ড প্রদান করেন। দন্ডিতরা হলেন চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের লেদু মিয়ার ছেলে আব্দুল আউয়াল (৩০) ও একই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মোঃ জজ মিয়া (৪০)। রবিবার ভোররাতে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই মোজাম্মেল হক বড়জ্বালা বাজার থেকে মাদক সেবন অবস্থায় তাদের গ্রেফতার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com