মোঃ আলাউদ্দিন আল রনি ॥ হবিগঞ্জের মাধবপুরে এক মাদক ব্যবসায়ীসহ ৩ দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে সুরমা চা বাগানে এবং পিয়াইম গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মাদক ব্যবসায়ী উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের ইউপি সদস্য বাচ্চু মিয়ার ছেলে কামাল মিয়া (৪০), ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে সুহেল মিয়া (৩৫) ও একই গ্রামের রফিক মিয়ার ছেলে আল আমিন (৩০)।
থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর আহম্মদ জানান- কামাল মিয়া এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। তেলিয়াপাড়া চা বাগান, সুরমা চা বাগান, সাতছড়ি সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়া কামাল বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। এছাড়া ছাতিয়াইন-পিয়াইম রোড এলাকার সাকুচাইল সড়কে ডাকাতির প্রস্তুতিকালে সুহেল ও আল আমিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com