স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যকরি কমিটি দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ৯টায় স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সভাপতি পদে মটর মালিক গ্রুপের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী ও কার্যকরি সভাপতি পদে অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে মোঃ হেলাল উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং একই পদে মনিরুল ইসলাম লিটন ও আব্দুল ওয়াহাব বাবুল নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ শাহনুরুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং একই পদে আবু মঈন চৌধুরী সোহেল ও আনোয়ারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে হবিগঞ্জ-সিলেট লাইনে সদস্য পদে বিদ্যুৎ রঞ্জন পাল, নজরুল ইসলাম, শফিকুর রহমান চৌধুরী, দীপাল চক্রবর্তী, মোঃ খোরশেদ আলী, দিজেন্দ্র পাল চৌধুরী, হাজী আব্দুল কাদির, স্বপন গোপ তরপদার, মোঃ মুজিবুর রহমান, মোঃ সাইদুর রহমান ও হাজী মোঃ জিতু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও হবিগঞ্জ-মাধবপুর লাইনে সদস্য পদে আব্দুল মালেক চৌধুরী, মোঃ শাহজাহান মিয়া ও মোঃ দিদার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, হবিগঞ্জ-মাধবপুর বিশ্বরোড লাইনে শহিদুল ইসলাম রুবেল, মনোজ কান্তি পাল, মোঃ জিতু মিয়া ও অজিত রঞ্জন রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়, হবিগঞ্জ-শ্রীমঙ্গল লাইনে সদস্য পদে মোঃ আব্দুল হান্নান চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, মোঃ ফরিদ মিয়া ও দুলাল গোপ তরপদার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, হবিগঞ্জ-লাখাই লাইনে সদস্য পদে শেখ মোঃ আব্দুর রকিব, মোঃ রফিক আলী, মোঃ জাহির মিয়া, বিকাশ গোপ ও মোঃ আজগর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং হবিগঞ্জ-আউশকান্দি লাইনে সদস্য পদে মাহমুদুর রহমান, শেখ জহিরুল ইসলাম ও সাজ্জাদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে হবিগঞ্জ-নবীগঞ্জ লাইনে সদস্য পদে মোঃ আক্তার মিয়া, আব্দুল বাছিত, মোঃ কাজল মিয়া ও মৌলভী আব্দুস ছোবহান নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জ মটর মালিক গ্রুপের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ নুরুল হক স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।