স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকায় এক ব্যক্তির ভূমি দখল ও বিক্রির পায়তারা করছেন মোবাশি^র আলী নামে এক কানাডা প্রবাসী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গতকাল রবিবার হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন বগলা বাজার এলাকার সামছুদ্দিন আহমেদের পুত্র রিপন আহমেদ। অভিযোগে তিনি উল্লেখ করেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মামদপুর মৌজার জেএল নং-১৭, খতিয়ান নং-১০১ দাগ নং-৫০২৩ এর ৩১ শতক জায়গা ভূমিতে নির্মিত দোকান ঘর তার পিতা বন্দোবস্ত মূলে ভোগ দখল করে আসছেন। কিন্তু মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলার সমশেরনগর গ্রামের বাসিন্দা কানাডা প্রবাসী মোবাশি^র আলী এলাকার কিছু সংখ্যক ভূমিদস্যু দালাল চক্রের সাথে যোগসাজসে ক্বারী মনছুর আহমেদের নামে দস্তখত জাল করে জাল দলিল তৈরী করে একই এলাকার বিল্লাল হোসেনের সাথে চুক্তি করে ভূমির কিছু অংশ ২ কোটি টাকা দামে বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন তার স্বাক্ষর জাল করে হবিগঞ্জ অর্পিত সম্পত্তি প্রত্যর্পন ট্রাইব্যুনালে ১/১২ইং দায়ের করে একটি রায় হাসিল করেন। উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপীল দায়ের করেন এবং উল্লেখিত ভূমি অন্যত্র বিক্রি করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com