স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টিসিবি’র পেঁয়াজ বিক্রিকালে প্রশাসনের সাথে অশোভন আচরণ করায় ঝুনু কর্মকার (২৫) নামে এক যুবককে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সরকারের পক্ষ থেকে টিসিবি’র পেঁয়াজ বিক্রিকালে সিরিয়াল বৈষম্য নিয়ে সে প্রশাসনের কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং অশোভন আচরণ করে। এ সময় সদর থানার পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। সে শহরের মোহনপুর এলাকার আরজু কর্মকারের পুত্র। ঝুনু জানায় সে সরকারি বৃন্দাবন কলেজের সম্মান ১ম বর্ষের ছাত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com