এসএম সুরুজ আলী ॥ আজ শনিবার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যকরি কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে সংগঠনের ২৭৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। গতকাল ব্যালট পেপার ভোট বাক্স নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি। এবার সহ-সভাপতির ২টি পদে, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকের ২টি পদে ও নবীগঞ্জ লাইন সম্পাদকের ৪টি পদে ভোট গ্রহণ করা হবে। সহ-সভাপতির ২টি পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সিরাজ উদ্দিন খান (গরুর গাড়ী), আব্দুল ওয়াহাব বাবুল (ফুটবল) ও মনিরুল ইসলাম লিটন (বাস)। সাধারণ সম্পাদক পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বর্তমান সদস্য সচিব শংখ শুভ্র রায় (দেয়াল ঘড়ি) ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ (ছাতা)। যুগ্ম সাধারণ সম্পাদকের ২টি পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আবু মঈন চৌধুরী সোহেল (রিক্সা), ফজলুল হক কাজল (হাতি) ও আনোয়ারুল ইসলাম আনু (তালা চাবি)। এছাড়াও নবীগঞ্জ লাইনের সদস্য পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আব্দুল বাছিত (ট্রাক), কাজল মিয়া (ঘোড়া), আক্তার মিয়া (মাছ), জিতু মিয়া (বই), আব্দুস ছোবাহান মোর। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা চালিয়েছেন। তারা ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন। এছাড়াও মোবাইলে প্রার্থীরা ভোট চেয়েছেন।
ইতোমধ্যে নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মটর মালিক গ্রুপের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী ও কার্যকরি সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মোঃ নুরুল হক। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন জামাল মিয়া ও জামাল উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল হক জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্বাচনে সহ-সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com