জাতীয় যুব সংহতি হবিগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভোকেট শিবলী খায়েরকে আহ্বায়ক, নিজাম উদ্দিন সানুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও অলিউর রহমান সোহাগকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক ফখরুল আলম শাহজাদা এই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ হলেন হারুনুর রশিদ, সরওয়ার শিকদার, আব্দুল মতিন, ফয়জুল আবেদীন রিপন, আব্দুল হাই, ফারুক আহমেদ, হিমেল চৌধুরী, রবিউল আলম রবি ও সমরাজ খান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com