স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যারাতে গত কয়েকদিন ধরে চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। হামলা হয়েছে পুলিশের উপরেও। এ সব ঘটনা দমনের জন্য পুলিশও তৎপর রয়েছে। অভিযান চালাচ্ছে বিভিন্ন এলাকায়। শুক্রবার সকালে মাধবপুর থানার উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ফালান মিয়া, মাখন মিয়া ও মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আকছির মিয়া। মাধবপুর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, আটককৃতদের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাস করে কারাদন্ডে দন্ডিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com