স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য বাবুল মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের একটি দল বানিয়াচঙ্গ সদরের তকবাজখানি রঘু চৌধুরীপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। বাবুল ওই গ্রামের মৃত আমির হোসেনের পুত্র। পুলিশ জানায়, বাবুলের বিরুদ্ধে মোটর সাইকেল চুরির অভিযোগ রয়েছে। ইতিপূর্বেও সে মোটর সাইকেল চুরি ও ছিনতাইয়ের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com