শেখ হাসিনা মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগের ঘটনায় শুক্রবার বিকালে টাউন হলের সামনে শহরের প্রধান সড়কে ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ এর ব্যানারে বিক্ষোভ ও নাগরিকবন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বক্তা দুর্নীতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়কারী তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল হুদা, সমাজকর্মী অ্যাডভোকেট বিজন বিহারী দাস, রজব আলী মাস্টার, সৈয়দ আসাদুজ্জামান সুহান, মনসুর আহমেদ, আবিদুর রহমান রাকিব, নদী খা, আমিনুল ইসলাম, সানজিদ শিহাম প্রমূখ।
নাগরিক বন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজে বিশাল দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার ফলে বিস্মিত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশা সহ সাধারণ জনগণ। এই বিশাল দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজের দুর্নীতির বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com