মোহাম্মদ শাহ্ আলম ॥ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে হবিগঞ্জ শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ।
সকাল ৭টায় সার্কিট হাউজের সামনে রাস্তা ঝাড়–– শুরু হয়। একই সাথে হবিগঞ্জ সদর হাসপাতাল ও হবিগঞ্জ শহরের প্রধান সড়কে ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা, তারুণ্য সোসাইটি, জাগ্রত তরুণ সংগঠনসহ হবিগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জেলা প্রশাসক, পৌর মেয়র, পৌর কাউন্সিলরবৃন্দ দল পায়ে হেঁটে পুরো শহর প্রদক্ষিণ করেন।
এ সময় পরিচ্ছন্নতার নিয়মনীতি অমান্যকারীদের সতর্ক করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন মুজিববর্ষ শুরুর পূর্বেই পুরো জেলাকে পরিচ্ছন্ন করে তোলা হবে।
শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com