স্টাফ রিপোর্টার ॥ আদালত পাড়ায় প্রতারণায় অভিযোগে শামীম আহমেদ (৩০) নামে এক যুবককে আটক করেছে জনতা। পড়ে তাকে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। সে গোপায়া গ্রামের খোর্দেশ আলীর পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় একটি প্রতারক চক্র মজমা বসিয়ে গ্রামগঞ্জ থেকে আসা বিচার প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়। বুধবার দুইজন বিচার প্রার্থীর কাছ থেকে তন্ত্রমন্ত্র দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়ার সময় স্থানীয় লোকজন শামীমকে আটক করে। পরে সদর থানায় খবর দিলে এসআই আলমগীর তাকে আটক করে থানায় নিয়ে যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com