মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও হবিগঞ্জ তথা সিলেট বিভাগের কৃতি সন্তান দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি স্বজল রায়, গৌতম রায়, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, মাধবপুর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, চুনারুঘাট উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, মঈন উদ্দিন চৌধুরী সুমন, মোঃ জামাল মিয়া, মোঃ নূরুল আমীন, মোঃ শফিউল্লাহ, ফারুক মিয়া, ইমতিয়াজ জাহান শাওন, দ্রুব জ্যোতি দাশ টিটু, সৈয়দ শাহ দরাজ, ফরিদ হাসান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার, বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ মিলাদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাক্কু, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সজিব।
উপস্থিত ছিলেন হাজী সামছু মিয়া, শাহ আলম সিদ্দিক, এমএ হাকিম, বিপুল রায়, জাহির মিয়া (ছোট), শাহরিয়া চৌধুরী সুমন, অ্যাডভোকেট সোহেল, শাহ বাহার, ইকবাল হোসেন খান, শেখ নোমান, পারভেজ আহমেদ, বাবলু রায়, কেএম আনোয়ার, একরামুল আলম লেবু, ফজল আহমেদ চৌধুরী, হাবিবুর রহমান, উজ্জ্বল আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, দেওয়ান ফরিদ গাজী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। আওয়ামী লীগ ও বাংলাদেশের অগ্রগতিতে ছিল তার অনেক অবদান। মৃত্যুর পরেও দলমত নির্বিশেষে লাখো মানুষ তাকে শ্রদ্ধা জানায়। এর মাধ্যমেই উপলব্দি করা যায় তিনি কোন মাপের নেতা ছিলেন। দলীয় নেতাকর্মীকে অনেক ¯েœহ করতেন দেওয়ান ফরিদ গাজী। তার রাজনৈতিক কর্মকান্ড ছিল অনুকরণীয়।