পবিত্র হজ্ব, আলিয়া মাদ্রাসা ও আলেম-উলামাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ’র অপসারণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখা। সোমবার বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নুরুদ্দীন ইবনে মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিস আলীর উপস্থাপনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম সরোয়ারে আলম। বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, বর্তমান সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ আলী ও এমএ কাদির, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক বায়জিদ আহমদ প্রমূখ। বক্তারা বলেন, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহ একের পর এক বিতর্কিত কর্মকান্ডের মাধ্যমে বিতর্ক ও উগ্র বিদ্বেষ ছড়াচ্ছেন। একইভাবে দেশে বিরাজমান ইসলামের বিভিন্ন ধারার অনুসারীদের মাঝে অসত্য, অশোভন, অরুচিকর, বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছেন। যা সরকারকে বিতর্কিত করছে। সম্প্রতি তিনি সরকারি বিধি অনুযায়ী ও অর্থায়নে পরিচালিত প্রধান ধর্মীয় শিক্ষাব্যবস্থা আলিয়াকে আলিয়া-মালিয়া বলে ব্যঙ্গ ও আলিয়াধারার আলেমদের চিল্লানী আলেম নামে অভিহিত করেন। পবিত্র হজ¦কে নিয়েও তিনি কটুক্তি করেন। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সরকারের একজন দায়িত্বশীল ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে বিভ্রান্তি ও ধর্মীয় অবমাননাকর কথা তিনি বলতে পারেন না। তার সেই বক্তব্য ছিল পক্ষপাতদুষ্ট, ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানি। মানববন্ধন শেষে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ’র অপসারণের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল বেলা ৩টায় হবিগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নুরুদ্দীন ইবনে মালেক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিস আলীর নেতৃত্ব ৬ সদস্যের প্রতিনিধি দল। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com