চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ৪টি স’মিলে অভিযান চালিয়ে ৫৩ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার ও ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান স্ট্্রাইকিং ফোর্স। বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার নুসরাত ফাতিমা এবং চুনারুঘাট বন বিভাগেরর সহকারি বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্ট্রাইকিং ফোর্সের ওসি শুভময় বিশ্বাস জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বাল্লা রোডের শফিক মিয়ার স’মিল, আবুল খয়ের মিয়ার স’মিল, ছায়েব আলীর স’মিল এবং মকসুদ আলীর স’মিলে অভিযান পরিচালনা করা হয়। এসব স’মিল থেকে ৫২.৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার এবং করাতকল বিধিমালা লঙ্গনের কারণে ৪টি স’মিল থেকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা। তাকে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com