নবীগঞ্জ সংবাদদাতা ॥ রবি ফসল ২০১৯-২০ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নবীগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা ও সূর্যমুখীর বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ -০১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার এ. কে. এম মাকসুদুল আলম, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল।
এ বছর কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪০০ জন কৃষকের মাঝে সরিষা, ২৫০ জন কৃষকের মাঝে ভুট্টা ও ২০ জন কৃষকের মাঝে সূর্যমুখী আবাদের উপকরণ (বীজ ও সার) বিতরণ করা হয়েছে। বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আমদানি নির্ভশীলতা কমাতে এবং কৃষকের উন্নয়নে সরকার নতুন নতুন ফসল আবাদের জন্য কৃষি প্রণোদনা দিচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আলী আকবর।