ধর্মঘটের কথা স্বীকার করছেন না মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা

এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে অঘোষিত পরিবহন ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। বুধবার বেলা ১টার পর হঠাৎ তারা জেলার অভ্যন্তরীণ সড়ক ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী সাধারণ মানুষ। তবে এ অঘোষিত পরিবহন ধর্মঘটের কথা স্বীকার করছেন না মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। তারা কেউই ধর্মঘটের ডাক দেননি বলে দাবি করছেন। বলছেন, শ্রমিকরা আতংকিত হয়ে গাড়ি চালাচ্ছে না।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, তারা কোন পরিবহন ধর্মঘট ডাকেননি। কিন্তু শ্রমিকরা গাড়ি চালাচ্ছে না। এ অবস্থায় তারা কিছুই করতে পারছেন না।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী জানান, এ জেলায় শ্রমিক সংগঠন কোন ধর্মঘট ডাকেনি। কিন্তু বিভিন্ন স্থানে ধর্মঘট হওয়ায় শ্রমিকরা আতংকিত হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছে।
পরিবহন শ্রমিকরা জানান, সাজার বোঝা মাথায় নিয়ে তারা গাড়ি চালাবেন না। আইনে তাদের সাজা কমাতে হবে। সহজ শর্তে পরিবহন ও ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। অন্যথায় তারা গাড়ি চালাবেন না।
যাত্রীরা জানান, হঠাৎ বাস চলাচল বন্ধ রাখা ঠিক হয়নি। তারা আগে ঘোষণা দিলে মানুষ জানতে পারতো। টার্মিনালে না এসে ভিন্ন পন্থা খোঁজতো। এখন হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়ায় যাওয়ার অন্য কোন মাধ্যমও এখন পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।
সরেজমিন হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল গিয়ে দেখা যায়, সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে পরিবহন ধর্মঘট ডাকলেও হবিগঞ্জ ছিল এর ব্যতিক্রম। হবিগঞ্জ থেকে সিলেট ও ঢাকার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে গেছে। সব রুটেই গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু দুপুরের পর হঠাৎ তারা সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পূর্ব কোন ঘোষণা না থাকায় টার্মিনালে আসা যাত্রীরা চরম বিপাকে পড়েন।