স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পেঁয়াজ ও লবণের দাম বেশি রাখায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ জানান, এক কেজি পেঁয়াজের দাম ২২০ টাকা রাখায় শহরের ইনাতাবাদ এলাকার রিজভিয়া স্টোরকে ৪ হাজার এবং এক কেজি লবণের দাম ১১০ টাকা রাখায় রাজনগর এলাকার জালালাবাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়াদহীন পণ্য রাখায় চৌধুরী বাজারের সুবিনয় স্টোরকে ২ হাজার, প্রীতুষ পালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com