হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ হবিগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হবিগঞ্জ টাউন হলে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। মূল বক্তব্য উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্ল্যা চৌধুরী। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতচ্ছিরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম।
কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে যাতে করে তারা জঙ্গীবাদে না জড়ায়। বিশেষ করে উঠতি বয়সের তরুণদের মাঝে জঙ্গীবাদে জড়ানোর প্রবণতা আছে। তাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বই পড়া ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করতে হবে। তারা যাতে মূল ট্র্যাকে থাকে সেদিকে নজর রাখতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মনে রাখতে হবে সরকার জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষনা করেছে। সেমিনারে জেলার ৭৮টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বাররা অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com