নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির প্রচেষ্টায় নবীগঞ্জ উপজেলার দিনারপুরে দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে মোবাইল আই হসপিটাল আই এন সির তত্ত্বাবধানে উক্ত ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সংরক্ষিত সদস্য পারভিন বেগম, সাংবাদিক এম এ মুহিত, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, শাহ জুবায়ের আহমেদ, আব্দুল আলী, শিলপু মিয়া, লিটন দেব প্রমুখ। পরে চক্ষু সেবা ক্যাম্প পরিদর্শন করেন সংসদ সদস্যসহ অন্যান্যরা। দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com