মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুরের রতনপুর-ছাতিয়াইন সড়কের গ্লোরী ফ্যাক্টরীর সামনে সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত স্কুলশিক্ষক মোঃ জাহিদ মিয়া (৩৬) মারা গেছেন। রবিবার সকালে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহিদ মিয়া উপজেলার এক্তিয়ারপুর গ্রামের জহুর আলীর ছেলে এবং এক্তিয়ারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। বিকালে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ছাতিয়াইন থেকে একটি সিএনজি অটোরিকশা রতনপুর আসার পথে গ্লোরি ফ্যাক্টরীর সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি আরোহী রঞ্জিত সরকার (৪০) নিহত ও জাহিদ মিয়াসহ ৩জন আহত হন। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জাহিদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com