স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সৌদি থেকে ফেরত আসা এক যুবতীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সে উপজেলার কেশবপুর গ্রামের মৃত নজরুল ইসলামের কন্যা। সোমবার হবিগঞ্জ সদর হাসপাতালে মেয়েটির মা হামিদা বেগম জানান, দুই বছর আগে একই এলাকার আদম ব্যবসায়ী আজম আলী মেয়েটিকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দিয়ে সৌদি আরব পাঠায়। কিন্তু সৌদি আরব গিয়ে তাকে সইতে হয় নির্যাতন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে এসে দালাল আজম আলীর কাছে টাকা ফেরত চাইলে সে নানা টালবাহানা করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত রবিবার সকালে আজম আলীর কথামতো তারই প্রতিবেশী আউয়াল মিয়ার পুত্র দুলাল মিয়া মেয়েটির ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে তার শ্লীলতাহানি করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোজাম্মেল হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com