স্টাফ রিপোর্টার ॥ ‘ট্রাফিক আইন অমান্য করিব না, জরিমানা দিব না’ এই শ্লোগানকে সামনে রেখে মাধবপুরে সড়ক পরিবহন আইনের প্রচারপত্র বিলি করা হয়। সোমবার দিনব্যাপি ট্রাফিক জোনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় সড়ক ও পরিবহন আইন ২০১৮ প্রচারপত্র বিতরণ ও জনসচেতনতায় মাইকিং করা হয়েছে। মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূইয়া জানান, পুলিশ সুপার মেহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) এর নির্দেশে গত কয়েকদিন যাবত জনসম্মুখে প্রচারপত্র বিতরণ, ফেস্টুন ও ব্যানার লাগানো হয়েছে। জনসচেতনতা সৃষ্টি করতে সভা, সমাবেশ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com