স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাসুম মিয়া (২৫) নামে এক আনসার সদস্য বিষপানে মারা গেছেন। তিনি উপজেলার বাগিয়ারগাঁও গ্রামের লাল মিয়ার পুত্র।
সূত্র জানায়, সোমবার দুপুরে পরিবারের সকলের অগোচরে মাসুম বিষপান করে ছটফট করতে থাকেন। বিষয়টি তার পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে মমূর্ষ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হবিগঞ্জ সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। মাসুম আনসার সদস্য হিসেবে হবিগঞ্জেই কর্মরত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com