স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ভাতিজার স্ত্রীকে লাথি দিয়ে দাত ভাঙ্গার অভিযোগে প্রবীণ আইনজীবী সহকারী গোলজার আলীকে (৫০) কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে হাজির হয়ে গুলজার আলী জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
সূত্র জানায়, সম্প্রতি লাখাই উপজেলার সিংহগ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে গুলজার আলী ও তার লোকজন ভাতিজার স্ত্রীর মুখে লাথি দিলে তার দুটি দাঁত ভেঙ্গে যায়। এ ঘটনায় তাকে আসামী করে লাখাই থানায় মামলা দায়ের করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com