মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি এলাকায় পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই পুকুরে নবজাকতের লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে স্থানীয়দের ধারণা শিশুটি কারও অবৈধ সম্পর্কের ফসল হতে পারে।
পুলিশ সূত্র জানায়, শিশুটিকে হত্যা করা হয়েছে না-কি তার মৃত্যু ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে তা ময়না তদন্ত রিপোর্টে জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com