স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরীর মা আলহাজ¦ আফিউন্নেছা চৌধুরী, প্রেসক্লাবের সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদের মা আনোয়ারা চৌধুরী ও প্রেসক্লাবের সদস্য এসএম সুরুজ আলীর পিতা মো. আজাদ আলীর মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবে এক সভায় এ শোক প্রকাশ করা হয়। প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের সদস্যবৃন্দ বক্তৃতা করেন। সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ মরহুমগণের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পরে মরহুমগণের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ক্লাবের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আব্দুস শহীদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com