স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার বেঙ্গাডোবা গ্রামের ভাড়াটিয়া বাসায় গলায় ফাঁস দিয়ে আল আমিন হৃদয় (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামের আলম মিয়ার ছেলে। সোমবার বিকালে থানার এস.আই আবুল কাশেম লাশ উদ্ধার করেছেন।
পারিবারিক সূত্র জানায়, বেলাপুর গ্রামের আলম মিয়ার স্ত্রী স্থানীয় একটি ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করার সুবাদে পরিবার পরিজন নিয়ে বেঙ্গাডোবা গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে আলম মিয়াও বিভিন্ন কাজ করে। সোমবার সকালে আলম মিয়া ও তার স্ত্রী কাজে চলে যায়। দুপুরে খবর পায় তাদের ছেলে আল আমিন হৃদয় ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com