স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মৌলানা আছাদ আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা একাডেমি। রবিবার বিকেলে মাধবপুর উপজেলার শাহজিবাজার বড় মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে দুর্গাপুর একাদশকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে হবিগঞ্জ জেলা একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। এসময় লাখো দর্শকের সমাগমে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী শাহজিবাজার বড় মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন। খেলা শেষে বিজয়ীদের হাতে গোল্ড কাপ তুলে দেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম। এছাড়া হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, রাজনীতিবিদ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর মৌলানা আছাদ আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর উদ্বোধন করেন মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর বাবার স্মরণে মৌলানা আছাদ আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যূথ সোস্যাল অর্গানাইজেশন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com