চুনারুঘাট প্রতিনিধি ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন- বর্তমান সরকার গ্রামীণ জনপদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। রবিবার দুপুর ২টায় উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ চা বাগান কাঁঠালবাড়ি সংলগ্ন ভুগলীছড়ার উপর ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুল হক তরফদার সবুজ, ১নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান, ২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, ৪নং পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, ৮নং সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন। এসময় লালচান্দ চা বাগানের শ্রমিক সহ শত শত লোক উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com